৩৯৬

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - চাশতের সালাতের রাক’আত সংখ্যা

৩৯৬. ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করে চাশতের ৮ রাক’আত সালাত আদায় করেছিলেন। —ইবনু হিব্বান তাঁর সহীহ গ্রন্থে।[1]

وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- قَالَتْ: دَخَلَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بَيْتِي, فَصَلَّى الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ - رَوَاهُ ابْنُ حِبَّانَ فِي صَحِيحِهِ

-

ضعيف. رواه ابن حبان (2531) وفي سنده انقطاع

وعن عاىشة رضي الله عنها قالت دخل النبي صلى الله عليه وسلم بيتي فصلى الضحى ثماني ركعات رواه ابن حبان في صحيحهضعيف رواه ابن حبان 2531 وفي سنده انقطاع

হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)