২৭৭

পরিচ্ছেদঃ ৭. সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতে দু'হাত উত্তোলন ও হাত উত্তোলনের স্থানসমূহ

২৭৭. মালিক বিন হুওয়ারিস থেকে মুসলিমে ইবনু ’উমার কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীসে আরো আছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ হাত দু’ কানের উপরিভাগ পর্যন্ত উঠাতেন।[1]

وَلِمُسْلِمٍ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ - رضي الله عنه - نَحْوُ حَدِيثِ ابْنِ عُمَرَ, وَلَكِنْ قَالَ: حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ

-

صحيح. رواه مسلم (391) (26)

ولمسلم عن مالك بن الحويرث رضي الله عنه نحو حديث ابن عمر ولكن قال حتى يحاذي بهما فروع اذنيهصحيح رواه مسلم 391 26

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة)