১৩১৭            
          
           
        পরিচ্ছেদঃ
১৩১৭। ৭১৬ নং হাদীস দ্রষ্টব্য।
৭১৬। কুফাবাসী এক মহিলাকে আলী (রাঃ) (ব্যভিচারের দায়ে) যখন পাথর মেরে হত্যা করলেন, তখন বৃহস্পতিবারে তাকে বেত্ৰাঘাত করলেন এবং শুক্রবারে পাথর মেরে হত্যা করলেন। তিনি বললেন, তাকে বেত্ৰাঘাত করছি আল্লাহর কিতাবের আদেশে আর পাথর মারছি আল্লাহর নবীর সুন্নাত অনুসারে।
               হাদিসের মানঃ
              
                সহিহ (Sahih)              
            
            
            
               পুনঃনিরীক্ষণঃ