পরিচ্ছেদঃ
১২৯৬। ৬৯১ নং হাদীস দ্রষ্টব্য।
৬৯১। আলী (রাঃ) বলেছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরের ইচ্ছা করতেন, বলতেনঃ হে আল্লাহ্! আমি তোমার নামে কোন কিছুর ওপর ঝাঁপিয়ে পড়ি, তোমারই নামে স্থানান্তরিত হই এবং তোমারই নামে ভ্ৰমণ করি।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ