৩৮৪৩

পরিচ্ছেদঃ কিয়ামতের কতিপয় লক্ষণ

(৩৮৪৩) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে তোমাদের একজন খলীফা হবে, যে দু’ হাতে করে ধন-সম্পদ দান করবে এবং গুনবেও না।

وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ أَنَّ النَّبيَّ ﷺ قَالَ يَكُونُ خَلِيفَةٌ مِنْ خُلَفَائِكُمْ فِي آخِرِ الزَّمَانِ يَحْثُو المَالَ وَلاَ يَعُدُّهُ رواه مسلم

وعن ابي سعيد الخدري ان النبي ﷺ قال يكون خليفة من خلفاىكم في اخر الزمان يحثو المال ولا يعده رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৩১/ হৃদয়-গলানো উপদেশ