৩৬৩৩

পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে শপথ করা নিষেধ

(৩৬৩৩) আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাগূত (শয়তান ও মূর্তি)র নামে শপথ করো না এবং তোমাদের বাপ-দাদার নামেও না।

وَعَنْ عَبْدِ الرَّحمنِ بنِ سَمُرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ تَحْلِفُوا بِالطَّوَاغِي وَلاَ بِآبَائِكُمْ رواه مسلم

وعن عبد الرحمن بن سمرة قال قال رسول الله ﷺ لا تحلفوا بالطواغي ولا باباىكم رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৮/ নযর ও কসম