পরিচ্ছেদঃ পশু-পক্ষীর প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব
(৩৫৯৬) মুআবিয়া বিন কুররাহ নিজ পিতা হতে বর্ণনা করে বলেন, এক ব্যক্তি বলল, ’হে আল্লাহর রসূল! বকরী জবাই করতেও আমার দয়া হয়।’ তিনি বললেন, তুমি যদি তোমার বকরীর প্রতি দয়া প্রদর্শন কর, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া প্রদর্শন করবেন।
وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيْهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُوْلَ اللهِ إِنِّـيْ لَأَرْحَمُ الشَّاةَ أَنْ أَذْبَـحَهَا فَقَالَ إِنْ رَحِـمْتَهَا رَحِـمَكَ اللهُ
وعن معاوية بن قرة عن أبيه رضي الله عنه أن رجلا قال: يا رسول الله إنـي لأرحم الشاة أن أذبـحها فقال إن رحـمتها رحـمك الله
(হাকেম ৭৫৬২, সহীহ তারগীব ২২৬৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আবিয়াহ্ ইবনু কুররাহ্ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব