৩৪২৪

পরিচ্ছেদঃ আমানত আদায় করার গুরুত্ব

(৩৪২৪) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোন কথা বলে এদিক-ওদিক তাকায়, তবে তা আমানত।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا حَدَّثَ الرَّجُلُ بِالْحَدِيثِ ثُمَّ الْتَفَتَ فَهِىَ أَمَانَةٌ

عن جابر بن عبد الله قال قال رسول الله ﷺ اذا حدث الرجل بالحديث ثم التفت فهى امانة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব