৩৩৯২

পরিচ্ছেদঃ সুবাস ও সুগন্ধি

(৩৩৯২) ইমরান বিন হুস্বাইন (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি হল তাই, যার সুবাস ছড়িয়ে পড়ে এবং তা রঙহীন হয়। আর মহিলাদের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি তাই, যার সুবাস গুপ্ত থাকে এবং তা রঙিন হয়।

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ خَيْرَ طِيبِ الرَّجُلِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَخَيْرَ طِيبِ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ

عن عمران بن حصين ان رسول الله صلى الله عليه وسلم قال ان خير طيب الرجل ما ظهر ريحه وخفي لونه وخير طيب النساء ما ظهر لونه وخفي ريحه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব