৩৩৫৬

পরিচ্ছেদঃ পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম

(৩৩৫৬) আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরনে দুটো হলুদ রঙের কাপড় দেখে বললেন, তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে আদেশ করেছে? আমি বললাম, ’আমি কি তা ধুয়ে ফেলব?’ তিনি বললেন, বরং তা পুড়িয়ে ফেলো। অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, এ হল কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না।

وَعَنْ عَبْدِ اللهِ بنِ عَمْرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : رَأَى النَّبِيُّ ﷺ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ أُمُّكَ أمَرَتْكَ بِهَذا؟ قُلْتُ: أَغْسِلُهُمَا ؟ قَالَ بَلْ أَحْرِقْهُمَا
وَفِي رِوَايَةٍ فَقَالَ إِنَّ هَذَا مِنْ ثِيَابِ الكُفَّارِ فَلاَ تَلْبَسْهَا رواه مسلم

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال راى النبي ﷺ علي ثوبين معصفرين فقال امك امرتك بهذا قلت اغسلهما قال بل احرقهما وفي رواية فقال ان هذا من ثياب الكفار فلا تلبسها رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব