৩২৫২

পরিচ্ছেদঃ সালামের বিভিন্ন আদব-কায়দা

(৩২৫২) আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে।

বুখারীর অন্য এক বর্ণনায় আছে, ছোট বড়কে সালাম দেবে।

عَنْ أَبِي هُرَيرَةَ أنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى المَاشِي وَالمَاشِي عَلَى القَاعِدِ وَالقَليلُ عَلَى الكَثِيرِ متفقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ لِلبُخَارِي وَالصَّغِيرُ عَلَى الكَبِيرِ

عن ابي هريرة ان رسول الله ﷺ قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير متفق عليه وفي رواية للبخاري والصغير على الكبير

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব