৩২৪৮

পরিচ্ছেদঃ সালাম দেওয়ার পদ্ধতি

(৩২৪৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই জিবরীল (আঃ) তোমাকে সালাম পেশ করছেন। তিনি বলেন, আমিও উত্তরে বললাম, ’অআলাইহিস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ।’ (বুখারী ৩২১৭, ৬২৫৩, মুসলিম ৬৪৫৪-৬৪৫৭)

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : قَالَ لِي رَسُوْلُ اللهِ ﷺ هَذَا جِبْريلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ قَالَتْ : قُلْتُ : وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ متفقٌ عَلَيْهِ

وعن عاىشة رضي الله عنها قالت قال لي رسول الله ﷺ هذا جبريل يقرا عليك السلام قالت قلت وعليه السلام ورحمة الله وبركاته متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব