৩২২২

পরিচ্ছেদঃ সফর শেষে বাড়িতে দিনের বেলায় আসা উত্তম এবং অপ্রয়োজনে রাতের বেলায় ফিরা অনুত্তম

(৩২২২)আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষে রাত্রিকালে স্বীয় বাড়ি ফিরতেন না। তিনি সকালে কিংবা বিকালে বাড়ি আগমন করতেন।’

وَعَنْ أَنَسٍ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ يَطْرُقُ أهْلَهُ لَيْلاً وَكَانَ يَأتِيهمْ غُدْوَةً أَوْ عَشِيَّةً متفقٌ عَلَيْهِ

وعن انس قال كان رسول الله ﷺ لا يطرق اهله ليلا وكان ياتيهم غدوة او عشية متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব