৩১৯৫

পরিচ্ছেদঃ সফরের জন্য সাথী খোঁজ করা এবং কোন একজনকে আমীর (দলপতি) নিযুক্ত করে তার আনুগত্য করা শ্রেয়

(৩১৯৫) নাফে’ আবূ সালামাহ হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনজন সফরে থাকবে, তখন তারা একজনকে যেন আমীর বানিয়ে নেয়। এই হাদীস শুনে নাফে’ আবূ সালামাহকে বললেন, ’তাহলে আপনি আমাদের আমীর।

عَنْ نَافِعٍ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ إِذَا كَانَ ثَلاَثَةٌ فِى سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ قَالَ نَافِعٌ فَقُلْنَا لأَبِى سَلَمَةَ فَأَنْتَ أَمِيرُنَا

عن نافع عن ابى سلمة عن ابى هريرة ان رسول الله ﷺ قال اذا كان ثلاثة فى سفر فليومروا احدهم قال نافع فقلنا لابى سلمة فانت اميرنا

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব