৩১৪৭

পরিচ্ছেদঃ পান-পাত্রের বিবরণ

(৩১৪৭)আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’আমার উম্মতের খিলালকারিগণ উত্তম (বা প্রশংসনীয়)। (সিলসিলাহ সহীহাহ ২৫৬৭) ইবনে উমার বলেন, ’যে খিলাল ত্যাগ করে, তার দাঁত দুর্বল হয়ে যায়। (ত্বাবারানীর কাবীর, ইরওয়াউল গালীল ১৯৭৪)

عَنْ أَبِـيْ أَيُّوبَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَّذَا الْمُتَخَلِّلُونَ

عن ابي ايوب قال قال رسول الله صلى الله عليه وسلم حبذا المتخللون

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব