৩১৩৯

পরিচ্ছেদঃ পান-পাত্রের বিবরণ

(৩১৩৯) আব্দুল্লাহ ইবনে যায়দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের নিকট এলেন। আমরা তাঁকে পিতলের একটি পাত্রে পানি দিলাম, তিনি (তা দিয়ে) ওযূ করলেন।’

وَعَن عَبدِ اللهِ بنِ زَيدٍ قَالَ : أتَانَا النَّبِيُّ ﷺ فَأَخْرَجْنَا لَهُ مَاءً في تَوْرٍ مِنْ صُفْر فَتَوَضَّأَ رواه البخاري

وعن عبد الله بن زيد قال اتانا النبي ﷺ فاخرجنا له ماء في تور من صفر فتوضا رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব