৩০৯৪

পরিচ্ছেদঃ কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম

(৩০৯৪) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাবারের দোষ বর্ণনা করেননি। ভাল লাগলে তিনি তা খেয়েছেন এবং খারাপ লাগলে তিনি তা ত্যাগ করেছেন।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ : مَا عَابَ رَسُوْلُ اللهِ ﷺ طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أكَلَهُ وَإنْ كَرِهَهُ تَرَكَهُ متفقٌ عَلَيْهِ

وعن ابي هريرة قال ما عاب رسول الله ﷺ طعاما قط ان اشتهاه اكله وان كرهه تركه متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব