৩০৯০

পরিচ্ছেদঃ পানাহারের আদব-কায়দা

(৩০৯০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ছয়জন সাহাবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য আহার করছিলেন। এমন সময় এক বেদুঈন হাযির হল এবং সে দু’গ্রাসেই সমস্ত খাদ্য খেয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এ সব দেখে) বললেন, শোনো! যদি এ ব্যক্তি (শুরুতে) ’বিসমিল্লাহ’ বলত, তাহলে এই খাবারই তোমাদের সবার জন্য যথেষ্ট হত।

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَأكُلُ طَعَاماً فِي سِتَّةٍ مِنْ أصْحَابِهِ فَجَاءَ أعْرَابِيٌّ فَأكَلَهُ بلُقْمَتَيْنِ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَمَا إنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ رواه الترمذي وقَالَ حديث حسن صحيح

وعن عاىشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ ياكل طعاما في ستة من اصحابه فجاء اعرابي فاكله بلقمتين فقال رسول الله ﷺ اما انه لو سمى لكفاكم رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব