৩০১৭

পরিচ্ছেদঃ মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা-প্রদর্শন ও তাদের অধিকার-রক্ষা এবং তাদের প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব

(৩০১৭) আয়েশা (রাঃ) হতেই বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দয়াপূর্বক ’সওমে বিসাল’ (বিনা ইফতারে একটানা রোযা) রাখতে নিষেধ করেছেন। তাঁরা বললেন, ’’আপনি তো ’সওমে বিসাল’ রাখছেন?’’ তিনি বললেন, ’’আমি তোমাদের মত নই। আমাকে তো আমার প্রতিপালক রাতে পানাহার করান।’’ (বুখারী ১৯৬৪, মুসলিম ২৬২৭)

وَعَنهُا رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : نَهَاهُمُ النَّبيُّ ﷺ عنِ الوِصَالِ رَحمَةً لَهُمْ فَقَالَوا : إنَّكَ تُوَاصِلُ ؟ قَالَ إنّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إنِّي أَبِيْتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسقِيني مُتَّفَقٌ عَلَيهِ

وعنها رضي الله عنها قالت نهاهم النبي ﷺ عن الوصال رحمة لهم فقالوا انك تواصل قال اني لست كهيىتكم اني ابيت يطعمني ربي ويسقيني متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব