৩০০২

পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা

(৩০০২) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন (দাসকে) তোমার ’রবব’ বা প্রতিপালককে খাওয়াও, তোমার ’রবব’ বা প্রতিপালককে ওযূ করাও, তোমার ’রবব’ বা প্রতিপালককে পান করাও না বলে। তোমাদের কেউ যেন (নিজের মনিবকে) আমার ’রবব’ বা প্রতিপালক না বলে। বরং সে যেন ’সাইয়িদী’ ও ’মাওলাইয়া’ বলে। তোমাদের কেউ যেন আমার ’আব্দ্’, আমার ’আমাহ’ না বলে। বরং সে যেন আমার ’ফাতা, ফাতাহ, বা গুলাম’ বলে।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّى وَلْيَقُلْ سَيِّدِى مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِى أَمَتِى وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِى غُلاَمِى

وعن ابي هريرة قال قال رسول الله ﷺ لا يقل احدكم اسق ربك اطعم ربك وضى ربك ولا يقل احدكم ربى وليقل سيدى مولاى ولا يقل احدكم عبدى امتى وليقل فتاى فتاتى غلامى

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব