২৬৯০

পরিচ্ছেদঃ সন্তান প্রতিপালন

(২৬৯০) আসওয়াদ বিন খালাফ (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান কার্পণ্য, ভীরুতা, অজ্ঞতা ও দুশ্চিন্তা সৃষ্টিকারী জিনিস।

عَنِ الْأَسْوَدِ بْنِ خَلْفٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِـيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ إِنّ الْوَلَدَ مَبْخَلَةٌ مَـجْبَنَةٌ مَـجْهَلَةٌ مَـحْزَنَةٌ

عن الاسود بن خلف رضي الله عنه ان النبـي صلى الله عليه و سلم ان الولد مبخلة مـجبنة مـجهلة مـحزنة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৪/ বিবাহ ও দাম্পত্য