২৩৩১

পরিচ্ছেদঃ কুড়িয়ে পাওয়া জিনিস

(২৩৩১) আনাস (রাঃ) বলেন, একদা পথ চলতে চলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পড়ে থাকতে দেখে বললেন, যদি আমার ভয় না হতো যে, এটি সদকার খেজুর, তাহলে তা আমি খেয়ে নিতাম।

عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ مَرَّ النَّبِيُّ ﷺ بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ لَوْلَا أَنْ تَكُونَ مِنْ صَدَقَةٍ لَأَكَلْتُهَا

عن انس رضي الله عنه قال مر النبي ﷺ بتمرة مسقوطة فقال لولا ان تكون من صدقة لاكلتها

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী