২৩২০

পরিচ্ছেদঃ অবৈধ কবিতা

(২৩২০) উবাই বিন কা’ব (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই কিছু কবিতায় হিকমত (জ্ঞান) আছে।

عن أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ إِنَّ مِنْ الشِّعْرِ حِكْمَةً

عن ابي بن كعب ان رسول الله ﷺ قال ان من الشعر حكمة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উবাই ইবনু কা‘ব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী