২১২৬

পরিচ্ছেদঃ শয়তান, পশু ও কাফেরদের অনুকরণ করা নিষেধ

(২১২৬)জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাতে আহার করো না। কারণ, শয়তান বাম হাত দিয়ে পানাহার করে।

عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ تَأكُلُوْا بِالشِّمَالِ فَإِنَّ الشَّيْطَانَ يَأكُلُ وَيَشرَبُ بِالشِّمَالِ رواه مسلم

عن جابر قال قال رسول الله ﷺ لا تاكلوا بالشمال فان الشيطان ياكل ويشرب بالشمال رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী