পরিচ্ছেদঃ একতা ও বিচ্ছিন্নতা
(১৫৩০) আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, ’হকের অনুসারীই হল জামাআত; যদিও তুমি একা হও।’
قال ا بْنِ مَسْعُودٍ الجَمَاعَة مَا وَافَقَ الحَقَّ وَإن كُنتَ وَحدَك
قال ا بن مسعود الجماعة ما وافق الحق وان كنت وحدك
(ইবনে আসাকের, তারীখু দিমাশক ৪৬/৪০৯, মিশকাত ১/৬১ টীকা ৫)