১২৩৯

পরিচ্ছেদঃ রোগের চিকিৎসা

(১২৩৯) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ সুরমা হল ইসমিদ। তা চোখের পাতায় লোম উদগত করে এবং দৃষ্টিশক্তি উজ্জ্বল করে।

عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرِ أَكْحَالِكُمُ الإِثْمِدُ وَيُنْبِتُ الشَّعْرَوَ يَجْلُو الْبَصَرَ.

عن ابي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم خير اكحالكم الاثمد وينبت الشعرو يجلو البصر

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১১/ জানাযা