১১৮২

পরিচ্ছেদঃ কুরবানী

(১১৮২) আনাস (রাঃ) বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ (ও সুন্দর) দু’ শিংবিশিষ্ট সাদা-কালো মিশ্রিত রঙের দু’টি দুম্বা কুরবানী করেছেন (করতেন)।

عن أنس رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ

عن انس رضي الله عنه ان النبي ﷺ كان يضحي بكبشين املحين اقرنين

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১০/ হজ্জ