পরিচ্ছেদঃ আরাফা ও আশুরার সিয়াম রাখার ফযীলত
(১১১১) ইবনে আব্বাস (রাঃ) বলেন, তোমরা ৯ ও ১০ তারীখে সিয়াম রাখ এবং ইয়াহুদীদের বৈপরীত্য কর।
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: صُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ وَخَالِفُوا الْيَهُودَ
عن ابن عباس قال: صوموا التاسع والعاشر وخالفوا اليهود
(তিরমিযী ৭৫৫, বাইহাকী ৮৬৬৫, আব্দুর রাযযাক ৭৮৩৯)