১০৮৬

পরিচ্ছেদঃ সিয়ামের কাযা

(১০৮৬) আমরাহর মা রমযানের সিয়াম বাকী রেখে ইন্তেকাল করলে তিনি আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, আমি আমার মায়ের তরফ থেকে কাযা করে দেব কি? আয়েশা (রাঃ) বললেন, না। বরং তার পক্ষ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে এক একটি মিসকীনকে অর্ধ সা’ (প্রায় ১কিলো ২৫০ গ্রাম খাদ্য) সদকাহ করে দাও।

عَنْ عَمْرَةَ: أَنَّ أُمَّهَا مَاتَتْ وَعَلَيْهَا مِنْ رَمَضَانَ فَقَالَتْ لِعَائِشَةَ: أَقْضِيْهِ عَنْهَا؟ قَالَتْ: لَا بَلْ تُصَدِّقِيْ عَنْهَا مَكَانَ كُلَّ يَوْمٍ نِصْفَ صَاعٍ عَلى كُلِّ مِسْكِيْنٍ

عن عمرة ان امها ماتت وعليها من رمضان فقالت لعاىشة اقضيه عنها قالت لا بل تصدقي عنها مكان كل يوم نصف صاع على كل مسكين

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৮/ সিয়াম