পরিচ্ছেদঃ
৯৬৮। ৬০৭ নং হাদীস দ্রষ্টব্য।
৬০৭। আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের অত্যধিক কষ্ট হবে এই আশঙ্কা না থাকলে তাদেরকে প্রত্যেক নামাযের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম।
               হাদিসের মানঃ
              
                সহিহ (Sahih)              
            
            
            
               পুনঃনিরীক্ষণঃ