২৪৫

পরিচ্ছেদঃ সদাচার অব্যাহত রাখার গুরুত্ব

(২৪৫) উক্ত বর্ণনাকারিণী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, ’কোন্ আমল আল্লাহর নিকট সব চাইতে বেশি প্রিয়?’ উত্তরে তিনি বললেন, ’’নিরবচ্ছিন্নভাবে যা করা হয়; যদিও তা কম হয়।

عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا أَنَّهَا قَالَتْ: سُئِلَ النَّبِيُّ ﷺ أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ؟ قَالَ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ

عن عاىشة رضي الله عنها انها قالت سىل النبي ﷺ اي الاعمال احب الى الله قال ادومها وان قل

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৪/ আন্তরিক কর্মাবলী