পরিচ্ছেদঃ আল্লাহভীতি ও সংযমশীলতা
(১৯২) সা’দ বিন আবী অক্কাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দ্বীন হল পরহেযগারী।
عَنْ سَعْدٍ بْنِ أَبِيْ وَقَّاص قاَلَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ خَيْرُ دِينِكُمْ الوَرَعُ
                      عن سعد بن ابي وقاص  قال قال رسول الله ﷺ خير دينكم الورع                    
                  
                  (আবুশ শাইখ, সহীহুল জামে’ ৩৩০৮)