৪৬

পরিচ্ছেদঃ অশুভ লক্ষণ মানা নিষেধ

(৪৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেই। শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। আর তা হল, উত্তম বাক্য।

وَعَن أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَيُعْجِبُنِي الفَأْلُ قَالُوْا : وَمَا الفَألُ ؟ قَالَ كَلِمَةٌ طَيِّبَةٌ متفق عَلَيْهِ

وعن انس قال قال رسول الله ﷺ لا عدوى ولا طيرة ويعجبني الفال قالوا وما الفال قال كلمة طيبة متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১/ ঈমান