পরিচ্ছেদঃ ৯. খলিফাগণ সম্পর্কে
৪৬৫২। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গাছের নীচে বাই’আত করেছে তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না।[1]
সহীহ।
بَابٌ فِي الْخُلَفَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدٍ الرَّمْلِيُّ، أَنَّ اللَّيْثَ، حَدَّثَهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَدْخُلُ النَّارَ أَحَدٌ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ " .
حدثنا قتيبة بن سعيد، ويزيد بن خالد الرملي، ان الليث، حدثهم عن ابي الزبير، عن جابر، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " لا يدخل النار احد ممن بايع تحت الشجرة " .
[1]. মিশকাত। সনদে আবূ খালিদ আদ-দালানী রয়েছে। হাফিয বলেনঃ তার ভুল প্রচুর এবং তিনি তাদলীস করতেন। এছাড়া সনদে আবূ খালিদ মাওলা জাদাহ অজ্ঞাত। যেমন রয়েছে আত-তাকরীব গ্রন্থে।
Jabir reported the Messenger of Allah (ﷺ) as saying:
No one of those who took the oath of allegiance under the tree will go to hell.