পরিচ্ছেদঃ ৪৩. মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
১৮৫৫। কা’ব ইবনু ’উজরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফড়িং সামুদ্রিক শিকারের অন্তর্ভুক্ত।[1]
দুর্বল।
بَابٌ فِي الْجَرَادِ لِلْمُحْرِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ كَعْبٍ، قَالَ: الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ
ضعيف
حدثنا موسى بن اسماعيل، حدثنا حماد، عن ميمون بن جابان، عن ابي رافع، عن كعب، قال: الجراد من صيد البحر
ضعيف
[1]. এটি গত হয়েছে হা/১৮৫৩। সনদের মায়মূনকে যদিও ইবনু হিববান এবং আজালী সিকাহ বলেছেন। কিন্তু তার সম্পর্কে ইমাম বায়হাক্বী বলেন: তিনি পরিচিত নন। আল্লামা মুনযিরী ও ইমাম আযদী বলেন: তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উকায়লী বলেন: তার হাদীস সহীহ নয়। ইমাম যাহাবী তাকে যুআফা গ্রন্থে উল্লেখ করেছেন।
Ka’ab said “Locusts are counted along with the game of the sea.”