পরিচ্ছেদঃ ৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬৮-[১৬] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি। ছয়মাস বয়স অতিবাহিত ভেড়া বেশ উত্তম কুরবানী। (তিরমিযী)[1]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَتِ الْأُضْحِيَّةُ الْجذع من الضَّأْن» . رَوَاهُ التِّرْمِذِيّ
وعن أبي هريرة قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «نعمت الأضحية الجذع من الضأن» . رواه الترمذي
[1] য‘ঈফ : আত্ তিরমিযী ১৪৯৯, ইরওয়া ১১৪৩, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৬৪, য‘ঈফ আল জামি‘ ৫৯৭১, আহমাদ ৯৭৩৯, ইরওয়া ১১৪৩, য‘ঈফ আল জামি‘ ৫৯৭১। কারণ এর সানাদে কিদাম বিন ‘আবদুর রহমান এবং আবূ কিবাশ দু’জনে অপরিচিত রাবী।
ব্যাখ্যা: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এমন জাযা‘আর এবং মানুষকে জানালেন কুরবানীতে এটা বৈধ তবে এটা ব্যতিরেকে ছাগলের ক্ষেত্রে বৈধ না।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)