পরিচ্ছেদঃ ৩৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩১৪-[৬] এ হাদীসটি নু’আয়ম ইবনু হাম্মার আল গাত্বাফানী থেকে আবূ দাঊদ ও দারিমী বর্ণনা করেছেন। আর ইমাম আহমাদ বর্ণনা করেছেন তাদের নিকট থেকে।[1]
وَرَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ عَنْ نُعَيْمِ بْنِ همار الْغَطَفَانِي وَأحمد عَنْهُم
ورواه ابو داود والدارمي عن نعيم بن همار الغطفاني واحمد عنهم
[1] সহীহ : আবূ দাঊদ ১২৮৯, আহমাদ ২২৪৭০, দারিমী ১৪৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৯০১, ইবনু হিব্বান ২৫৩৩, ইরওয়া ৪৬৫, সহীহ আল জামি‘ ৪৩৪২।
ব্যাখ্যা: অনুরূপ হাদীস আহমাদ (২য় খন্ডের ২৮৬, ২৮৭ পৃঃ) এবং বায়হাক্বীর (৩য় খন্ডের ৪৮ পৃঃ) নু‘আয়ম থেকে বর্ণিত রয়েছে এবং তিনি সাহাবী ছিলেন।
এখানে গাত্বাফানী বলতে গাত্বফান গোত্রকে বুঝানো হয়েছে।