১০৬২

পরিচ্ছেদঃ ২৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জামা‘আত ও তার ফযীলত সম্পর্কে

১০৬২-[১১] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা তোমাদের স্ত্রীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তবে সালাত (সালাত/নামায/নামাজ) আদায়ের জন্য তাদের জন্যে ঘরই উত্তম। (আবূ দাঊদ)[1]

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن رواه ابو داود

ব্যাখ্যা: (بُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ) ‘‘ঘর তাদের জন্য উত্তম’’ অর্থাৎ ঘরে সালাত আদায় করা তাদের জন্য উত্তম মসজিদে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করার চাইতে। কেননা ঘর তাদের জন্য নিশ্চিতভাবে নিরাপদ।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)