২৫১

পরিচ্ছেদঃ

২৫১। যে ব্যাক্তি তার পেটকে ক্ষুধার্ত বানায় তার চিন্তা-ভাবনা বড় হয় (বৃদ্ধি পায়) এবং তার হৃদয় জ্ঞান সম্পন্ন হয়।

হাদীসটির কোন ভিত্তি নেই।

যেমনভাবে হাফিয ইরাকী “তাখরীজুল ইহইয়া” গ্রন্থে (৩/৭৩) এবং তাজুস সুবকী “তাবাকাতুল কুবরা” গ্রন্থে (৪/১৬৩) অবহিত করেছেন।

من أجاع بطنه عظمت فكرته، وفطن قلبه
لا أصل له

-

كما يفيده كلام الحافظ العراقي في " تخريج الإحياء " (3 / 73) والسبكي في " الطبقات " (4 / 163)

من اجاع بطنه عظمت فكرته، وفطن قلبه لا اصل له - كما يفيده كلام الحافظ العراقي في " تخريج الاحياء " (3 / 73) والسبكي في " الطبقات " (4 / 163)
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ