পরিচ্ছেদঃ
১৫৩। যে ব্যাক্তি কুরআন ব্যাতিত অন্য কিছু দ্বারা সুস্থতা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সুস্থ করবেন না।
হাদীসটি জাল।
সাগানী এটিকে “আল-আহাদীসুল মাওযুআহ” গ্রন্থে (পৃঃ ১২) উল্লেখ করেছেন। শাইখ আজলুনীও এটিকে “আল-কাশফ” গ্রন্থে (২/৩৩২) জাল হিসাবে স্বীকৃতি দিয়েছেন।
আমি (আলবানী) বলছিঃ এটির মূলটি পূর্বের হাদীসেই আলোচিত হয়েছে।
من استشفى بغير القرآن فلا شفاه الله تعالى
موضوع
-
أورده الصغاني في " الأحاديث الموضوعة " (ص 12) وأقره الشيخ العجلوني في " الكشف " (2 / 332)
قلت: وأصل هذا اللفظ في الحديث الذي قبله
من استشفى بغير القران فلا شفاه الله تعالى
موضوع
-
اورده الصغاني في " الاحاديث الموضوعة " (ص 12) واقره الشيخ العجلوني في " الكشف " (2 / 332)
قلت: واصل هذا اللفظ في الحديث الذي قبله
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ