৩৪০৯

পরিচ্ছেদঃ শয়নকালে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ্‌ পাঠ করা

৩৪০৯. মুহাম্মদ ইবন ইয়াহইয়া ...... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার হাতের ফোসকা পড়ে যাওয়ার অভিযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। তিনি তাকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠের নির্দেশ দিলেন।

সহীহ, যঈফ আদাবুল মুফরাদ হাঃ ১০০/৬৩৫, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪০৯ [আল মাদানী প্রকাশনী]

باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ عِنْدَ الْمَنَامِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ جَاءَتْ فَاطِمَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَشْكُو مَجَلاً بِيَدَيْهَا فَأَمَرَهَا بِالتَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ ‏.‏

حدثنا محمد بن يحيى حدثنا ازهر السمان عن ابن عون عن محمد عن عبيدة عن علي رضى الله عنه قال جاءت فاطمة الى النبي صلى الله عليه وسلم تشكو مجلا بيديها فامرها بالتسبيح والتكبير والتحميد


Ali [may Allah be pleased with him] said:
“Fatimah went to the Prophet complaining of her hands blistering, so he ordered her to say At-Tasbīḥ, At-Takbīr, and At-Taḥmīd.”


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৫১/ দু’আ রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত (كتاب الدعوات عن رسول الله ﷺ)