২৫৮০

পরিচ্ছেদঃ জাহান্নামীদের শরীরের বিরাটত্ব।

২৫৮০. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে মারফূ’রূপে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাফিরের দাঁত হবে উহূদ পাহাড়ারের মত।

সহীহ, তা’লীকুর রাগীব ৪/২৩৭, সহিহাহ ৩/৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৭৯ [আল মাদানী প্রকাশনী]

হাদীসটি হাসান। আবূ হাযিম হলেন আশজাঈ (রহঃ)। তাঁর নাম হল সালমান। তিনি ছিলেন আযযা আশজাঈয়্যা (রহঃ) এর মাওলা বা আযাদকৃত গোলাম।

بَابُ مَا جَاءَ فِي عِظَمِ أَهْلِ النَّارِ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ قَالَ ‏ "‏ ضِرْسُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَأَبُو حَازِمٍ هُوَ الأَشْجَعِيُّ اسْمُهُ سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ ‏.‏

حدثنا ابو كريب حدثنا مصعب بن المقدام عن فضيل بن غزوان عن ابي حازم عن ابي هريرة رفعه قال ضرس الكافر مثل احد قال ابو عيسى هذا حديث حسن وابو حازم هو الاشجعي اسمه سلمان مولى عزة الاشجعية


Abu Hurairah narrated a Marfu' narration:
"The molar teeth of the disbeleiver will be like Uhud (mountain)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৪২/ জাহান্নামের বিবরণ (كتاب صفة جهنم عن رسول الله ﷺ)