৪৭৩২

পরিচ্ছেদঃ ১১. নরম ব্যবহার সম্পর্কে।

৪৭৩২. মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... আবদুল্লাহ ইবন মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্‌ হলেন নরম ব্যবহারকারী, তিনি নরম ব্যবহার পসন্দ করেন। আর তিনি নরম ব্যবহারকারীকে যে ছাওয়াব দেন, কঠোর ব্যবহারকারীকে তা দেন না।

باب فِي الرِّفْقِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يُونُسَ، وَحُمَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَيْهِ مَا لاَ يُعْطِي عَلَى الْعُنْفِ ‏"‏ ‏.‏

حدثنا موسى بن اسماعيل حدثنا حماد عن يونس وحميد عن الحسن عن عبد الله بن مغفل ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله رفيق يحب الرفق ويعطي عليه ما لا يعطي على العنف


`Abd Allah b. Mughaffal reported the Messenger of Allah (ﷺ) as saying :
Allah is gentle, likes gentleness, and gives for gentleness what he does not give for harshness.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৩৬/ আদব (كتاب الأدب)