৩১৯৬

পরিচ্ছেদঃ ২৪৫. মুর্দা রাখার জন্য কতজন কবরে প্রবেশ করবে।

৩১৯৬. মুহাম্মদ ইবন সাব্বাহ (রহঃ) .... আবূ মারহাব (রাঃ) থেকে বর্ণিত। আবদুর রহমান ইবন আওফ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরে অবতরণ করেছিলেন।

রাবী মারহাব বলেনঃ আমি এখনও তাঁদের চারজনকে দেখছি, অর্থাৎ আলী (রাঃ), ফযল ইবন আব্বাস (রাঃ), উসামা (রাঃ) এবং আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কে।

باب كَمْ يَدْخُلُ الْقَبْرَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي مُرَحَّبٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، نَزَلَ فِي قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِمْ أَرْبَعَةً ‏.‏

حدثنا محمد بن الصباح اخبرنا سفيان عن ابن خالد عن الشعبي عن ابي مرحب ان عبد الرحمن بن عوف نزل في قبر النبي صلى الله عليه وسلم قال كاني انظر اليهم اربعة


Narrated Abu Marhab:
That 'Abd al-Rahman b. 'Awf alighted in the grave of the Prophet (ﷺ). He said: I still seem to see the four of them.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
১৫/ কিতাবুল জানাযা (كتاب الجنائز)