৩০২৪

পরিচ্ছেদঃ ১৬৬. ইয়াহূদীদের আরবভূমি হতে বহিষ্কার প্রসংগে।

৩০২৪. ইবন সারাহ (রহঃ) ..... মালিক (রহঃ) থেকে বর্ণিত। উমার (রাঃ) নাজরান এবং ফিদাকের ইয়াহূদীদের বের করে দিয়েছিলেন।

باب فِي إِخْرَاجِ الْيَهُودِ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ قَالَ مَالِكٌ قَدْ أَجْلَى عُمَرُ رَحِمَهُ اللَّهُ يَهُودَ نَجْرَانَ وَفَدَكَ ‏.‏

حدثنا ابن السرح حدثنا ابن وهب قال قال مالك قد اجلى عمر رحمه الله يهود نجران وفدك


Malik said “’Umar expelled the Jews of Najran and Fadak.”


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
১৪/ কর, খাজনা, অনুদান ও প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে (كتاب الخراج والإمارة والفىء)