১০৭৫

পরিচ্ছেদঃ ২২৪. জুমুআর দিনে ফজরের নামাযে যে সূরা পড়তে হয়।

১০৭৫. মুসাদ্দাদ .... মুখাওয়াল (রহঃ) হতে উপরোক্ত হাদীছটি একই অর্থে বর্ণিত হয়েছে। তবে সেখানে আরো উল্লেখ আছে যে, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমার নামাযে সূরা জুমা এবং সূরা আল-মুনাফিকুন তিলাওয়াত করতেন। (মুসলিম, নাসাঈ)

باب مَا يُقْرَأُ فِي صَلاَةِ الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مُخَوَّلٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَزَادَ فِي صَلاَةِ الْجُمُعَةِ بِسُورَةِ الْجُمُعَةِ وَ ‏(‏ إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ‏)‏ ‏.‏

حدثنا مسدد حدثنا يحيى عن شعبة عن مخول باسناده ومعناه وزاد في صلاة الجمعة بسورة الجمعة و اذا جاءك المنافقون


This tradition has also been transmitted through a different chain of narrators. This version adds:
In the Friday prayer he would recite Surah al-Jumu’ah (lxxi) and Surah al-Munafiqunn .


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
২/ সালাত (নামায) (كتاب الصلاة)