১২৭৭

পরিচ্ছেদঃ ২৩২: রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে

২/১২৭৭। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে মহান আল্লাহ তাঁকে মৃত্যুদান করা পর্যন্ত ই’তিকাফ করেছেন। তাঁর (তিরোধানের) পর তাঁর স্ত্রীগণ ই’তিকাফ করেছেন।’ (বুখারী ও মুসলিম)[1]

(232) بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ

وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ تَعَالَى، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ . متفقٌ عَلَيْهِ

وعن عاىشة رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف ازواجه من بعده متفق عليه

(232) Chapter: I'tikaf (Seclusion in the Mosque) in the Month of Ramadan


'Aishah (May Allah be pleased with her) reported:
The Prophet (ﷺ) used to engage himself in I'tikaf (seclusion for prayers) in the mosque during the last ten nights of Ramadan till he passed away; thereafter, his wives followed this practice after him.

[Al- Bukhari and Muslim].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৯/ ই‘তিকাফ (ইবাদত-উপাসনার জন্য একান্তে অবস্থান করা) (كتاب الاعتكاف)