১১৩৩

পরিচ্ছেদঃ ২০৩: জুমুআর সুন্নত

بَابُ سُنَّةِ الْعِشَاءِ بَعْدَهَا وَقَبْلَهَا

পরিচ্ছেদ - ২০২: এশার আগে ও পরের সুন্নতসমূহের বিবরণ

এ বিষয়ে বিগত ইবনে উমরের (১১০৫ নং) হাদিস, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এশার পর দু’ রাকআত সুন্নত পড়েছি’ এবং আব্দুল্লাহ ইবনে মুগাফফাল কর্তৃক বর্ণিত (১১০৬নং) হাদিস, ’প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে নামায আছে।’ উল্লিখিত হয়েছে।


ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু-এর পূর্বোক্ত (১১০৫নং) হাদিস গত হয়েছে। তাতে উল্লিখিত হয়েছে যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জুমুআর পর দু’ রাকআত সুন্নত পড়েছেন। (বুখারী ও মুসলিম)


১/১১৩৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি জুমার নামায আদায় করবে, তখন সে যেন তারপর চার রাকআত (সুন্নত) পড়ে।” (মুসলিম) [1]

(203) بَابُ سُنَّةِ الْجُمُعَةِ

فيهِ حديثُ ابنِ عُمَرَ السَّابقُ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم رَآعَتَينِ بَعْدَ العِشَاءِ ، وحديثُ عبدِ اللَّهِبنِ مُغَفَّل : » بَيْنَ آلِّ أَذَانيْنِ صَلاةٌ « متفقٌ عليه . آما سبَقَ .

فِيهِ حديثُ ابنِ عُمرَ السَّابِقُ أَنَّهُ صلَّى مَعَ النَّبِيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم رَآعَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ . متفقٌ عليه .

وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِذَا صَلَّى أَحَدُكُم الجُمُعَةَ، فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبعاً». رواه مسلم

فيه حديث ابن عمر السابق صليت مع النبي صلى االله عليه وسلم راعتين بعد العشاء وحديث عبد اللهبن مغفل بين ال اذانين صلاة متفق عليه اما سبق فيه حديث ابن عمر السابق انه صلى مع النبي صلى االله عليه وسلم راعتين بعد الجمعة متفق عليه وعن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اذا صلى احدكم الجمعة فليصل بعدها اربعا رواه مسلم

(203) Chapter: Sunnah of Friday Prayer


[Ibn `Umar (May Allah be pleased with them) has narrated that he performed two Rak`ah after the Fard prayer of `Isha' with the Prophet (PBUH). `Abdullah bin Maghaffal has narrated that the Messenger of Allah (PBUH) has said, "There is a Salat between every Takbir and Adhan.''
This proves that apart from the four Rak`ah Fard, there are also two Rak`ah Sunnah of the `Isha' prayer). See Ahadith No. 1098 and 1099.

---
`Abdullah bin `Umar (May Allah be pleased with them) reported: I performed along with the Prophet (PBUH) two Rak`ah (Sunnah prayer) after the Jumu'ah prayer.

[Al-Bukhari and Muslim].

---
Abu Hurairah (May Allah be pleased with him)reported:
The Messenger of Allah (ﷺ) said, "If anyone of you performs the Friday prayer, he should perform four Rak'ah (Sunnah) after it."

[Muslim].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)