৬৩৮

পরিচ্ছেদঃ ৭৪: সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব

২/৬৩৮। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’আল্লাহ তা’আলা কোমল; তিনি প্রত্যেকটি ব্যাপারে কোমলতা ও নম্রতাকে ভালবাসেন।’’ (বুখারী ও মুসলিম) [1]

بَابُ الْحِلْمِ وَالْأَنَاةَِ وَالْرِّفْقِ - (74)

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّه ». متفقٌ عَلَيْهِ

وعن عاىشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ان الله رفيق يحب الرفق في الامر كله متفق عليه

(74) Chapter: Clemency, Tolerance and Gentleness


'Aishah (May Allah be pleased with her) reported:
The Messenger of Allah (ﷺ) said, "Allah is Forbearer and loves forbearance in all matters."

[Al-Bukhari and Muslim].

Commentary: Mildness also brings human beings closer to one another, and on this count, Allah likes it very much.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)