পরিচ্ছেদঃ
আটাশ.
( الصوم نصف الصبر )
সওম ধৈর্যের অর্ধেক”। এর সনদে মুসা ইবনু উবাইদাহ বিদ্যমান, তার দুর্বলতার ব্যাপারে সবাই একমত। তিরমিযি: (৩৫১৯), ইবনু মাজাহ: (১৭৪৫), আহমদ ও বায়হাকি। আলবানি “দায়িফুল জামে” গ্রন্থে হাদিসটি দুর্বল বলেছেন।
-
-
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
১/ বিবিধ হাদিসসমূহ